অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। এই দুইটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে গুলশান থানায় নেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলার সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে গুলশান থানায় পাঠানো হচ্ছে।