আর্কাইভ
লগইন
হোম
জৈন্তাপুর
জৈন্তাপুর মেঘালয় টি স্টেট লিজ বাতিল চাইছেন ২৫০০ পরিবার
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়ন। এখানকার বেশির ভাগ এলাকাই টিলা-জঙ্গল ভূমি। টিলার ফাঁকে ফাঁকে রয়েছে বসতি। এখানে কয়েক হাজার পরিবারের বাস। পর্যটনস্পট লালাখালের পাশেই অবস্থিত। এই এলাকায় ১২১৭ একর জমি লিজ নিয়ে চা-বাগান সৃজন করছে মেঘালয় নামের একটি কোম্পানি। তবে; নামেমাত্র শ’দেড়শ একর ভূমিতে বাগান করা হয়েছে। প্রায় ১৮ বছর ধরে বাগানের বিপক্ষে আন্দোলনে চারিকাটা ইউনিয়নের ৫ মৌজার প্রায় আড়াই হাজার পরিবারের কয়েক হাজার লোক। ভিটে-মাটি হারানোর শঙ্কায় বার বার সরকারের কাছে তারা লিজ বাতিলের দাবি করছে। এ নিয়ে উচ্চ আদালতেও গিয়েছিলেন তারা। আদালত বসবাসকারী ৯৩১ পরিবারকে পুনর্বাসন করে বাগান সৃজনের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মেঘালয়ের লিজ বাতিলের দাবিতে এলাকাবাসী একাট্টা। মার্চ থেকে তারা আন্দোলন করছেন। ইতিমধ্যে ভূমি উপদেষ্টার সঙ্গে দেখা করে লিজ বাতিলের দাবি জানিয়েছেন। ভূমি উপদেষ্টা বিষয়টিকে মানবিক দৃষ্টিতে দেখার আশ্বাস দিয়েছেন। প্রকল্পের নাম ‘দি মেঘালয় টি স্টেট ও খাদিজা বহুমুখী ফার্ম’। লিজ গ্রহীতা হচ্ছেন মোহাইমিন খান মানিক ও তার পরিবারের সদস্যরা। তারা সিলেটের সাবেক এক মন্ত্রী পরিবারের স্বজন।
9 ঘন্টা আগে