ব্রোঞ্জপদক জয়ী কাবাডি দলকে আইজিপির ১০ লাখ টাকা পুরস্কার
৩য় এশিয়ান যুব গেমসে (বাহরাইন ২০২৫) ইতিহাস গড়ে ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব–১৮ বালক ও বালিকা কাবাডি দলকে সম্মাননা দিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। গত শনিবার (২৫ অক্টোবর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আইজিপি তরুণ খেলোয়াড়দের হাতে ১০ লাখ টাকার আর্থিক পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।