‘পঞ্চদশ সংশোধনী বাতিল হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে সংবিধানে ফিরবে’
পঞ্চদশ সংশোধনী আপিল বিভাগ বাতিল করলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে সংবিধানে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ড. বদিউল আলমসহ ৪ জনের আইনজীবী ড. শরীফ ভূইয়া।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি শেষে আজ রোববার (০৭ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
এর পূর্বে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে তৃতীয় দিনের শুনানি শেষ হয়।
এদিন ড. বদিউল আলমসহ ৪ জনের আইনজীবী ড. শরীফ ভূইয়া শুনানি সম্পন্ন করেন।