বিয়ে না, লিভ টুগেদার করবেন সামান্থা
দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি মায়োসিস নামে বিরল এক রোগেও আক্রান্ত হয়েছিলেন। জীবনে এই সমস্যাগুলো পার করেছেন এই দক্ষিণি অভিনেত্রী। মনোবল না হারিয়ে নিজেকে সামলে তিনি নিজের গতিতে এগিয়ে চলেছেন।
শোনা যাচ্ছে, সামান্থা নতুন প্রেমে পড়েছেন। কিছুদিন ধরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। তাদের দুইজনকে একসঙ্গেও দেখা গিয়েছে। জানা যায়, তারা নাকি এখনই বিয়ে করবেন না, লিভ ইন করবেন। এই সম্পর্ক নিয়ে এখনও কোন মন্তব্য করেননি সামান্থা বা রাজ, কেউই। তবে সামান্থার শেয়ার করা একটি ছবি জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে। এক বিমানযাত্রার সময়ে রাজের কাঁধে মাথা রেখে ছবি তোলেন সামান্থা। আর এই নিয়ে জল্পনা গুরুতর।