আর্কাইভ
লগইন
হোম
প্রশিক্ষণ
ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এখন শুধু সময়ের দাবি
ডিজিটাল নিরাপত্তা এখন কেবল প্রযুক্তির বিষয় নয়, এটি সরাসরি সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষার সঙ্গে জড়িত। এই বার্তা সামনে রেখে গতকাল (রোববার) নেত্রকোণায় অনুষ্ঠিত হলো সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য এক বিশেষ কর্মশালা। স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ এর উদ্যোগে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা হয়। যার শিরোনাম ছিল— “সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল অধিকারঃ নিরাপত্তা ও সুরক্ষা।” স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন মিডিয়া এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “ডিজিটাল অধিকার নিশ্চিত না হলে মতপ্রকাশের স্বাধীনতাও কার্যকর হয় না। অনলাইনে নিজেদের সুরক্ষিত রাখতে এবং সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এখন সময়ের দাবি।”
4 ঘন্টা আগে
আজ পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু
আজ পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু
2025-09-07
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে আজ রোববার (০৭ সেপ্টেম্বর) বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জানা যায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে এই কর্মসূচির আওতায় দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। দেশজুড়ে বাংলাদেশ পুলিশের দেশজুড়ে ১৩০টি ছোট ও ৪টি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রেই নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে।
স্বেচ্ছামূলকভাবে তরুণদের সামরিক প্রশিক্ষণের আইন পাস জার্মানিতে
স্বেচ্ছামূলকভাবে তরুণদের সামরিক প্রশিক্ষণের আইন পাস জার্মানিতে
2025-08-28
নতুন সামরিক সেবা আইন অনুমোদন করেছে জার্মান সরকার। আইনটিতে শুরুতে তরুণদের জন্য সামরিক প্রশিক্ষণ স্বেচ্ছাশ্রমভিত্তিক হলেও প্রয়োজনে তা বাধ্যতামূলক করা হবে। বুধবার (২৭ আগস্ট) জার্মানির মন্ত্রিসভায় আইনটি পাস হয়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্স ও প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস আইনটির খসড়া অনুমোদনে সন্তোষ প্রকাশ করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্স বলেন, নতুন আইনের ফলে বিপুল সংখ্যক তরুণকে জার্মান সেনাবাহিনীতে আনা সম্ভব হবে। তবে তিনি আরও জানান, খসড়া আইনে এমন ব্যবস্থা রাখা হয়েছে- যদি স্বেচ্ছামূলকভাবে তরুণদের সামরিক প্রশিক্ষণে না পাওয়া যায়, তাহলে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু করা হবে।
বিশ্বখ্যাত এসপেটার হাসপাতালে চিকিৎসা নেবে টাইগাররা
বিশ্বখ্যাত এসপেটার হাসপাতালে চিকিৎসা নেবে টাইগাররা
2025-08-20
বিসিবি বাংলাদেশি ক্রিকেটারদের চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে চিকিৎসার জন্য খেলোয়াড়দের পাঠাতে গিয়ে ভিসাজনিত জটিলতা আর অনিশ্চয়তায় পড়তে হয়েছে বোর্ডকে। তাই এবার সেই সমস্যা এড়াতে বিসিবির মেডিকেল বিভাগ ক্রিকেটারদের চিকিৎসার জন্য আলাদা ক্যাটাগরিতে ভাগ করার প্রস্তাব দিয়েছে। প্রতিটি ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য নির্দিষ্ট করা হবে চিকিৎসার গন্তব্য দেশ ও হাসপাতাল। গুরুতর চোট বা বিশেষ চিকিৎসার প্রয়োজন পড়লে নিয়ম ভেঙে অন্য দেশেও পাঠানো হবে ক্রিকেটারদের। তবে মূল পরিকল্পনায় শীর্ষে থাকছে কাতারের বিশ্বখ্যাত এসপেটার হাসপাতাল, যেটি ফিফার স্বীকৃত মেডিকেল সেন্টার এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গবেষণা কেন্দ্র হিসেবেও পরিচিত। বিগত ২০০৯ সালে ফিফা একে ঘোষণা করে ‘মেডিকেল সেন্টার ফর এক্সিলেন্স’ আর ২০১৪ সালে আইওসি একে স্বীকৃতি দেয় চোট প্রতিরোধ ও ক্রীড়াবিদদের স্বাস্থ্য গবেষণার জন্য।