আর্কাইভ
লগইন
হোম
প্রশিক্ষণ
দৈনিক ভাতাসহ ৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে এবার ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। এজন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না। উলটো দিনে ভাতা মিলবে। এ ব্যাচের প্রশিক্ষণ হবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা ১২০৭-এর মাধ্যমে। গত ০৭ সেপ্টেম্বের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আ. হামিদ খান সই করা এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগামী ০১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ৩ মাস মেয়াদি (৬০০ ঘণ্টা) ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য ৪৮ জেলার ১৮ হতে ৩৫ বছর বয়সীরা আবেদনের সুযোগ পাবেন।
6 দিন আগে
সারাবিশ্বে ১৬ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, উদ্বেগ সাইবার বিশেষজ্ঞদের
সারাবিশ্বে ১৬ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, উদ্বেগ সাইবার বিশেষজ্ঞদের
2025-06-25
বিশ্বে ১৬ বিলিয়নের বেশি অনলাইন অ্যাকাউন্টের লগইন তথ্য (ইউজারনেম ও পাসওয়ার্ড) ফাঁস হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরব আমিরাতভিত্তিক বিশেষজ্ঞরা। তারা প্রযুক্তি কোম্পানিগুলোকে পাসওয়ার্ড নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন। সাইবারনিউজের গবেষকরা বলেন, ফাঁস হওয়া তথ্যের মধ্যে অ্যাপল, গুগল, ফেসবুক, টেলিগ্রাম, গিটহাবের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ইউজারনেম ও পাসওয়ার্ডও আছে। এমনকি কিছু সরকারি ওয়েবসাইটের তথ্যও রয়েছে। তারা বলেন, এ বছরের শুরু থেকে তদন্ত করে এসব তথ্য পাওয়া গেছে। তারা সতর্ক করে বলেছেন, ১৬ বিলিয়নের বেশি লগইন তথ্য ফাঁস হওয়ায় সাইবার অপরাধীরা এখন ব্যবহারকারীর অ্যাকাউন্টে ঢোকা, পরিচয় চুরি এবং ফিশিং আক্রমণ চালাতে পারবে, যা খুবই বিপজ্জনক। এগুলো পুরনো তথ্য নয়, বরং নতুন ও বড় পরিসরে ব্যবহার করার উপযোগী তথ্য।