আর্কাইভ
লগইন
হোম
প্রশিক্ষণ
বিনামূল্যে স্পোকেন ইংরেজি কোর্স: ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগ
ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাসব্যাপী স্পোকেন ইংরেজি প্রশিক্ষণ কোর্স চালু করেছে ছাত্রদল ঢাকা কলেজ শাখা। গতকাল শনিবার (০১ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজের আ.ন.ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ‘স্পোকেন ইংলিশ, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট–২০২৫’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, কোর্সটিতে ইতোমধ্যে ৭৩৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। আগামী ০১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সমাপনী পরীক্ষা। দেশসেরা ৬ জন ইংরেজি শিক্ষক ১২টি ক্লাসে প্রশিক্ষণ দেবেন শিক্ষার্থীদের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক অনুপমা পাল। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং মেডিকো কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ড. জোবাইদুর রহমান জনি।
1 দিন আগে
স্বেচ্ছামূলকভাবে তরুণদের সামরিক প্রশিক্ষণের আইন পাস জার্মানিতে
স্বেচ্ছামূলকভাবে তরুণদের সামরিক প্রশিক্ষণের আইন পাস জার্মানিতে
2025-08-28
নতুন সামরিক সেবা আইন অনুমোদন করেছে জার্মান সরকার। আইনটিতে শুরুতে তরুণদের জন্য সামরিক প্রশিক্ষণ স্বেচ্ছাশ্রমভিত্তিক হলেও প্রয়োজনে তা বাধ্যতামূলক করা হবে। বুধবার (২৭ আগস্ট) জার্মানির মন্ত্রিসভায় আইনটি পাস হয়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্স ও প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস আইনটির খসড়া অনুমোদনে সন্তোষ প্রকাশ করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্স বলেন, নতুন আইনের ফলে বিপুল সংখ্যক তরুণকে জার্মান সেনাবাহিনীতে আনা সম্ভব হবে। তবে তিনি আরও জানান, খসড়া আইনে এমন ব্যবস্থা রাখা হয়েছে- যদি স্বেচ্ছামূলকভাবে তরুণদের সামরিক প্রশিক্ষণে না পাওয়া যায়, তাহলে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু করা হবে।
বিশ্বখ্যাত এসপেটার হাসপাতালে চিকিৎসা নেবে টাইগাররা
বিশ্বখ্যাত এসপেটার হাসপাতালে চিকিৎসা নেবে টাইগাররা
2025-08-20
বিসিবি বাংলাদেশি ক্রিকেটারদের চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে চিকিৎসার জন্য খেলোয়াড়দের পাঠাতে গিয়ে ভিসাজনিত জটিলতা আর অনিশ্চয়তায় পড়তে হয়েছে বোর্ডকে। তাই এবার সেই সমস্যা এড়াতে বিসিবির মেডিকেল বিভাগ ক্রিকেটারদের চিকিৎসার জন্য আলাদা ক্যাটাগরিতে ভাগ করার প্রস্তাব দিয়েছে। প্রতিটি ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য নির্দিষ্ট করা হবে চিকিৎসার গন্তব্য দেশ ও হাসপাতাল। গুরুতর চোট বা বিশেষ চিকিৎসার প্রয়োজন পড়লে নিয়ম ভেঙে অন্য দেশেও পাঠানো হবে ক্রিকেটারদের। তবে মূল পরিকল্পনায় শীর্ষে থাকছে কাতারের বিশ্বখ্যাত এসপেটার হাসপাতাল, যেটি ফিফার স্বীকৃত মেডিকেল সেন্টার এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গবেষণা কেন্দ্র হিসেবেও পরিচিত। বিগত ২০০৯ সালে ফিফা একে ঘোষণা করে ‘মেডিকেল সেন্টার ফর এক্সিলেন্স’ আর ২০১৪ সালে আইওসি একে স্বীকৃতি দেয় চোট প্রতিরোধ ও ক্রীড়াবিদদের স্বাস্থ্য গবেষণার জন্য।
প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো দলের লেজুড়বৃত্তি করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো দলের লেজুড়বৃত্তি করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
2025-08-17
বাংলাদেশ প্রজাতন্ত্রের কর্মচারীরা (কর্মকর্তা) কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (১৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব ও দ্বিতীয় সচিব পদায়নের লক্ষ্যে নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।