বাংলাদেশ-ভারত মুখোমুখি: টাইগারদের চমকের অপেক্ষা
ক্রিকেটে এশিয়া কাপের আসরে ভারত ও বাংলাদেশের লড়াই মানেই আলাদা উত্তেজনা। আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আবারও দুই দল নামছে মাঠে। সুপার ফোরের এই লড়াইয়ে ভারত চাইবে টানা জয়ের ধারা ধরে রাখতে, বাংলাদেশ চাইছে নিজেদের সেরাটা দিয়ে চমক দেখাতে।
ভারত সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের জোয়ারে ভাসছে। অভিষেক শর্মা ও শুবমান গিলের ব্যাটে ভর করে তারা গড়েছিল টুর্নামেন্টের প্রথম শতরান পার্টনারশিপ। সেই ম্যাচে সূর্যকুমার যাদবও খেলেছেন দায়িত্বশীল ইনিংস, যিনি ভারতের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করে তুলেছেন।
এই তিন ব্যাটার আগামীকালও ভারতের ব্যাটিং শক্তির মূল ভরসা। বিশেষ করে স্পিন আক্রমণের বিপক্ষে তাদের পারফরম্যান্স ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে।