বাংলাদেশে উপেক্ষিত সেই ফুটবলার আরহাম এবার খেলবেন অস্ট্রেলিয়া দলে
সম্প্রতি এসবিএস কাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ফুটবল। অ-২০ পর্যায়ের এই টুর্নামেন্টের দলে একটা নাম পরিচিত ঠেকল, আরহাম ইসলাম। এই গত বছরেও বাংলাদেশের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন তিনি। তবে একবছর না গড়াতেই তিনি অস্ট্রেলিয়া দলে ডাক পেয়ে গেলেন।
গত বছরের নভেম্বরে কম্বোডিয়ায় এএফসি অ-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে খেলেছিল বাংলাদেশ। সেই দলে ডাক পেয়েছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ফুটবলার আরহাম।