ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার প্রাণঘাতী ড্রোন হামলায় নিহত ২
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, এ হামলায় অন্তত ২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে বলে জানা গেছে। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের কেন্দ্রীয় শেভচেনকিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত হানে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে কিয়েভের সামরিক প্রশাসন জানায়, শহরের ৬টি জেলায় রাশিয়ান ড্রোন হামলা হয়েছে। খবর বিবিসির।