রাশিয়া-ইউক্রেনের বন্দি বিনিময়: কিয়েভে ড্রোন হামলার মধ্যেই হয়েছে
গতকাল শনিবার (২৪ মে) রাশিয়া ও ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যেই একযোগে আরও ৩০৭ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে। এর আগের দিনও উভয় পক্ষ ৩৯০ জন যোদ্ধা ও বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছিল।
এক সপ্তাহান্তে দুই পক্ষ মিলিয়ে এক হাজারের বেশি বন্দি মুক্তি দিতে যাচ্ছে, যা গত ৩ বছরের মধ্যে সর্ববৃহৎ বন্দি বিনিময়।
এই বিনিময়ের পূর্বে চলতি মে মাসের শুরুতে ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেন মুখোমুখি শান্তি আলোচনায় বসে, যেখানে ১,০০০ জন বন্দি মুক্তি দেওয়ার ব্যাপারে চুক্তি হয়। বন্দি বিনিময়ের কয়েক ঘণ্টা পূর্বে রাশিয়া কিয়েভে একটি বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা চলমান যুদ্ধের অন্যতম ভয়াবহ আক্রমণ বলে বিবেচিত হচ্ছে।