আর্কাইভ
লগইন
হোম
পাকিস্তানী হকি দল
পাকিস্তানি হকি ম্যানেজারের কাণ্ড: বিমানে ধূমপানের কারণে নামিয়ে দিলো ব্রাজিল
পাকিস্তানী হকি দলের ম্যানেজার ও সাবেক অলিম্পিয়ান আনজুম সাঈদের এক কাণ্ডজ্ঞানহীন আচরণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে চরম বিব্রতকর অবস্থায় পড়েছে পাকিস্তান। বিমানে বসে ধূমপান করার দায়ে ব্রাজিল বিমানবন্দরে তাকে এবং দলের এক খেলোয়াড়কে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আর্জেন্টিনায় এফআইএইচ প্রো লিগ শেষে সিনিয়র পাকিস্তান দল যখন দুবাই হয়ে দেশে ফিরছিল, তখন ব্রাজিলের রিও ডি জেনিরো বিমানবন্দরে বিমানটি জ্বালানি নেওয়ার জন্য যাত্রাবিরতি দেয়। অভিযোগ উঠেছে, বিমানটি যখন রিফুয়েলিং করছিল, ঠিক তখনই আনজুম সাঈদ ও এক খেলোয়াড় বিমানের ভেতরে ধূমপান শুরু করেন। নিরাপত্তার খাতিরে রিফুয়েলিংয়ের সময় ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ হওয়ায় কর্তৃপক্ষ তাদের আর দুবাইগামী বিমানে উঠতে দেয়নি।
6 ঘন্টা আগে