বাংলাদেশিদের নেতৃত্বে নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাব
দুই প্রবাসী বাংলাদেশি আছেন নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়ন্সের নেতৃত্বে। গত রোববার (১৮ মে) লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর ৩ নির্বাচনে গভর্নর ও দ্বিতীয় ভাইস গর্ভনর পদে নির্বাচিত হয়েছেন আসেফ বারী টুটুল ও শাহ নেওয়াজ।
নায়েগ্রা ফলস কনভেনশন সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচন শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। বিশেষ করে, বিজয়ী শাহ নেওয়াজের নাম ঘোষণা করা হলে উপস্থিত বাংলাদেশি লায়ন্সরা করতালি দিয়ে অভিনন্দন জানান।