শ্রীনগর বিমানবন্দরের নিকটে ৫টি বিস্ফোরণ, শহরজুড়ে ‘ব্ল্যাকআউট’
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে ২০ মিনিটের মধ্যে ৫টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশের শহর অমৃতসরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আজ শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
শ্রীনগর থেকে বিবিসি উর্দু বিভাগের সংবাদদাতা রিয়াজ মাসরুর জানান, ভোর পৌনে ৬টার দিকে শ্রীনগরে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহরজুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। একজন সরকারি কর্মকর্তা জানান, ভারত-পাকিস্তানের চলমান পরিস্থিতিতে ২ দিন ধরেই বিমানবন্দরের ৩ কিলোমিটার এলাকার মধ্য থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছিল।