আল-আকসা মসজিদ বোমা মেরে ধ্বংসের হুমকি: আরব আমিরাতের নিন্দা
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ ও গম্বুজ আল-সাখরাকে বোমা মেরে ধ্বংস করার হুমকি দেওয়া চরমপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বক্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পবিত্র শনিবারে জেরুজালেমে খ্রিস্টানদের গির্জায় প্রবেশে বাধা দেওয়া এবং তাদের ওপর শারীরিক হামলার যে ঘটনা ইসরায়েল ঘটিয়েছে, তার তীব্র নিন্দা করে আমিরাত। বিবৃতিতে বলা হয়, এই ধরনের দমনমূলক কাজের ভয়াবহ পরিণতি হতে পারে এবং এগুলো আরও উত্তেজনা ও অস্থিরতা তৈরি করছে।