মাইক ভাড়া করে গালমন্দ করা ভাইরাল রাব্বি পেলেন ২ লাখ টাকা
অবশেষে মাইক ভাড়া করে অটোরিকশা নিয়ে ঘুরে এলাকাবাসীকে অশ্লীল গালমন্দ করাই আশীর্বাদ হয়ে দেখা দিল রাব্বির। মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ঘটনা ভাইরাল হয়ে ওঠার পর পূরণ হলো ব্যাংক ঋণ পাওয়া ও বিদেশে যাওয়ার স্বপ্ন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণের চেক হাতে পাওয়ায় আগামী বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। এজন্য সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন রাব্বি। আবার ক্ষমাও চেয়েছেন অশ্লীল ভাষায় ক্ষোভ প্রকাশ করার জন্য।
প্রবাসী কল্যাণ ব্যাংকের চেকটি হাতে পাওয়ার পর রাব্বি তার নিজ ফেসবুক পোস্টে লেখেন, অবশেষে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ২ লাখ টাকা পেয়েছি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ ব্যাংককে। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি মনে হয় টাকাটা পেতাম না-ধন্যবাদ সবাইকে।