বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
আজ আসছে ২০২৫–২৬ অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। আকার কমলেও রাজস্ব বাড়াতে বেশ কিছু পণ্যে উৎস কর, শুল্ক, ভ্যাট ও সারচার্জ বাড়ানো হয়েছে। যার ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।
এর মধ্যে উল্লেখযোগ্য পণ্যগুলোর মধ্যে রয়েছে- ফ্রিজ, এসি, দেশীয় মোবাইল ফোন, মোটরসাইকেল, বিদেশি কসমেটিক্স, বিদেশি খেলনা, বিদেশি চকলেট, ব্লেড, টেবিলওয়্যার ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক।