জিটুজির নামে নিম্মমানের সার আমদানি: শত শত কোটি টাকা পাচারের অভিযোগ
সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় ইফা কনফারেন্স। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সার উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং ট্রেডিং কোম্পানীর মালিক ও প্রতিনিধিরা অংশগ্রহন করেন। সেখানে জিটুজির পদ্ধতিতে সার আমদানীর নামে বাংলাদেশ থেকে যে শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে সেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এছাড়া অভিযোগ আছে- ভেজাল, নিম্মমানের সার আমদানীর নামে চলছে রাষ্ট্রের টাকা লুটাপট। কোন প্রকার তোয়াক্কা করছেনা সার আমদানি সংক্রান্ত পরিপত্রের নিয়ম কানুন যেন দেখার কেউ নেই।