নেপালের জালে প্রীতির হ্যাটট্রিক, বাংলাদেশের দাপুটে জয়
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে গতকাল বিকেলে লাল-সবুজরা ৪-১ গোলে হারিয়েছে প্রতিপক্ষকে। দলের হয়ে একাই ৩ গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি, আরেকটি গোল যোগ করেছেন থৈনু মারমা।
ডাবল রাউন্ড রবিন লিগ ভিত্তিতে আয়োজিত টুর্নামেন্টে দ্বিতীয়বার নেপালের মুখোমুখি হয়ে একই দাপট দেখাল বাংলাদেশ। প্রথম লড়াইয়ে ৩-০ ব্যবধানে জিতেছিল তারা, আজ জিতল আরও বড় ব্যবধানে।