পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি-বন্যার সতর্কতা, ভূমিধসের আশঙ্কা
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আকস্মিক বন্যায় তিনশতাধিক মানুষের মৃত্যু, অবকাঠামো ধ্বংস, সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এর জেরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভ্রমণে সতর্কবার্তা দিয়েছে।
পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।
পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (পিডিএমএ) জানিয়েছে, আজ রোববার (১৭আগস্ট) থেকে ২৩ আগস্ট পর্যন্ত সমগ্র প্রদেশে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।