আর্কাইভ
লগইন
হোম
শুভশ্রী
রাজ-শুভশ্রী দম্পতি সন্তানদের নিয়ে পূজার আনন্দে মাতলেন
সনাতনধর্মীদের কাছে পূজা মানেই যেন কাজের ছুটি, সীমাহীন আনন্দ আর হাসিমুখে প্রিয়জনদের সঙ্গে কাটানো। আর এই উৎসবে যদি পরিবারের খুদে সদস্যরাও সামিল হয়, তবে তো আনন্দের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। সেই চিরায়ত আনন্দেই এবার মেতে উঠলেন টালিউডের জনপ্রিয় তারকা জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। দুর্গাপূজার সপ্তমী তিথিতে দুই সন্তান- ইউভান ও ইয়ালিনিকে নিয়ে পূজার আমেজে নিজেদের ভাসিয়ে দিলেন এই তারকা দম্পতি। সপ্তমীর সকালে শুভশ্রীকে দেখা গেল একেবারে ট্র্যাডিশনাল লুকে। গাঢ় হলুদ রঙের শাড়িতে সেজে উঠেছিলেন তিনি, যা তার রূপে এনেছিল বাড়তি আভা।
2025-09-29