উত্তরায় শুটিং নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষে প্রত্যাহার হতে যাচ্ছে
সম্প্রতি সময়ে নাটক ও সিনেমার শুটিংয়ের কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছিল উত্তরা কল্যাণ সমিতি সেক্টর- ৪। বাসিন্দাদের দুর্ভোগের কথা তুলে ধরে ২০ জুলাই হাউস মালিকদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানায় সমিতি।
তবে নির্মাতা ও শিল্পীদের প্রতিবাদ ও ডিরেক্টরস গিল্ডের আনুষ্ঠানিক আপত্তির পর অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে কিছু নতুন কয়েকটি শর্ত আরোপ করা হবে বলে জানা যায়।
গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ ও শুটিং হাউস মালিকদের সংগঠনের দায়িত্বশীল কর্মকর্তা।