আর্কাইভ
লগইন
হোম
আওয়ামী লীগ সরকার
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আগামিকাল সোমবার (১১ আগস্ট) তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই দেশটিতে যাচ্ছেন তিনি। সেখানে আগামী পরশু মঙ্গলবার (১২ আগস্ট) দুই দেশের সরকারপ্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ঐদিন সকালে পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ৩টি নোট বিনিময় হওয়ার কথা। বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে।
2025-08-10
সাবেক মন্ত্রী হাছান মাহমুদের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক মন্ত্রী হাছান মাহমুদের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ
2025-06-24
আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরান ফাতেমার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার (২৩ জুন) ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। একইসঙ্গে তাদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও ৮৫ লাখ টাকা মূল্যের একটি জিপ গাড়ি জব্দের আদেশ দেওয়া হয়েছে। সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য দুদকের আবেদনে বলা হয়, হাছান মাহমুদ ও তার স্ত্রী ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিক হয়েছেন এবং তা ভোগ দখলে রেখেছেন।
জামায়াতের নিবন্ধন বৈধ, হাইকোর্টের রায় বাতিল
জামায়াতের নিবন্ধন বৈধ, হাইকোর্টের রায় বাতিল
2025-06-01
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। আজ রোববার (০১ জুন) দলটির পক্ষে করা আপিল গ্রহণ করে রায় দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। এর ফলে জামায়াতকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধনের সিদ্ধান্ত বৈধ বলে গণ্য হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবীরা। এর পূর্বে গত ১৪ মে এ মামলায় আপিল শুনানি শেষে রায়ের জন্য ০১ জুন দিন ধার্য করেন দেশের সর্বোচ্চ আদালত। ঐদিন আদালতে জামায়াতের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। বিগত ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আদালত আপিল মামলাটি খারিজ করে দেন।