ভর্তি পরীক্ষাতে ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে: শাবি উপ-উপাচার্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে।
এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা এবং ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে এই তথ্য জানান উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। পাশাপাশি শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।