অবশেষে এবার মুক্তি পেল পপির সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’
অবশেষে এবার মুক্তি পেল চিত্রনায়িকা পপি অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডাইরেক্ট অ্যাটাক’। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) সারা দেশে ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে দেখা যাচ্ছে সিনেমাটি।
এই সিনেমার কাজ শেষ করার পরই নিজেকে অভিনয়ের বাইরে নিয়ে যান নায়িকা। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার সন্ধান মিললেও তিনি আর অভিনয়ে ফিরবেন না বলে জানান। তাই সিনেমাটি হতে যাচ্ছে তার অভিনীত শেষ সিনেমা।
সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এই সিনেমার প্রধান ২টি চরিত্রে অভিনয় করেছেন- সাদিকা পারভিন পপি ও আমিন খান। বিভিন্ন চরিত্রে আরও আছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরজী ও সাগর সিদ্দিকীসহ আরও অনেকে।
পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না এই বিশ্বাস রাখি।
আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজনা ও পরিবেশনায় মুক্তিপ্রাপ্ত ‘ডাইরেক্ট অ্যাটাক’ প্রদর্শিত হবে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহে।