শার্লটের মাঠে মায়ামির ভরাডুবি, মেসির পেনাল্টি মিস
মেজর লিগ সকারের (এমএলএস) ২৮তম রাউন্ডে শার্লট এফসির বিপক্ষে ভরাডুবি হয়েছে ইন্টার মায়ামির।
আজ দুঃস্বপ্নের ম্যাচে ৩-০ গোলে হেরে যায় হাভিয়ের মাচেরানোর শিষ্যরা। হ্যাটট্রিক করেছেন শার্লটের ইসরায়েলি ফরোয়ার্ড ইদান টোক্লোমাতি। মায়ামির দুঃস্বপ্ন আরও বাড়িয়েছে লিওনেল মেসির পেনাল্টি মিস ও আর্জেন্টাইন ডিফেন্ডার তোমাস আভিলেসের লাল কার্ড।