আর্কাইভ
লগইন
হোম
নীলফামারী
আমের বাজার জমজমাট, কিন্তু দাম কম
ফলের মৌসুমে গড়ে উঠা আমের বাজারে কেনাবেচা জমে উঠেছে। কোথাও কয়েক ঘণ্টা কোথাও সারাদিনে বিক্রি হচ্ছে আম। এরমধ্যে মালিক বাগান থেকে সরাসরি পাইকারদের কাছে ও অনলাইনে আম বিক্রি করছেন। সুমিষ্ট আম বলে পরিচিত হাঁড়িভাঙা আম বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকা কেজিতে। সব মিলে আমের এ মৌসুমে অনেক মানুষের কর্মসংস্থানও হয়েছে। উত্তর বাংলার নীলফামারী জেলার সৈয়দপুরের রেলঘুমটি এলাকায় পাইকারী ও শহরের বাজারে বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে। হাঁড়িভাঙা আমের সাথে এখানে রয়েছে আম্রপালি, ব্যানানা, বারী-৪ আমসহ স্থানীয় জাতের আম। পাইকারি ৩০/৪০ টাকা কেজি বিক্রি হলেও খুচরা বিক্রি হচ্ছে কেজিতে ১০/২০ টাকা বাড়িয়ে।
7 ঘন্টা আগে