হারানো ফোন সহজেই খুঁজে পাবেন গুগলের সাহায্যে
একটু আগেই মোবাইল ফোন তো হাতে ছিল, হঠাৎ কোথায় গেল-কিছুতেই মনে পড়ছে না। ছোট ভাই-বোনের ফোন দিয়ে কল দিলে রিং হচ্ছে ঠিকই, কিন্তু আশপাশে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না।
তখনই মনে পড়ে, ফোন তো সাইলেন্ট মোডে রাখাআছে!
প্রায় সবার সঙ্গেই এমন পরিস্থিতি ঘটে। আর প্রিয় ডিভাইসটি হারানোর ভয়ে পড়ে যায় টেনশনে। তবে চিন্তার কিছু নেই। গুগলের রয়েছে চমৎকার এক সমাধান, যার মাধ্যমে খুব সহজেই খুঁজে পেতে পারেন আপনার হারিয়ে যাওয়া ফোনটি।