আর্কাইভ
লগইন
হোম
অ্যান্ড্রয়েড
গুগল অ্যাসিস্ট্যান্টকে বিদায় দিয়ে এখন প্রযুক্তি কাঁপাচ্ছে ‘জেমিনি’
অতি পুরোনো ভয়েস-সহকারী গুগল অ্যাসিস্ট্যান্টকে বিদায় জানিয়ে দিয়েছে গুগল। আনুষ্ঠানিকভাবে সেটির জায়গা এখন নিয়ে নিচ্ছে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সহকারী জেমিনি। অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল এখন “Digital assistants from Google” নামের সেটিংস অপশনটি সরিয়ে দিচ্ছে। পূর্বে ব্যবহারকারীরা চাইলে পুরোনো অ্যাসিস্ট্যান্টে ফিরে যেতে পারতেন, কিন্তু নতুন আপডেটের পর আর সেই সুযোগ থাকছে না। ফলে খুব শিগগিরই জেমিনিই হবে গুগলের একমাত্র এআই সহকারী।
2025-11-08
গুগল ট্রান্সলেট অ্যাপে এআই ফিচার, শেখা যাবে নতুন কোনো ভাষা
গুগল ট্রান্সলেট অ্যাপে এআই ফিচার, শেখা যাবে নতুন কোনো ভাষা
2025-09-09
গুগল ট্রান্সলেট অ্যাপে যুক্ত হলো নতুন ফিচার। এখন থেকে ট্রান্সলেট অ্যাপ ব্যবহার করে শিখতে পারবেন নতুন কোনো ভাষা। আর এটি সম্ভব হয়েছে- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে। নতুন এই ফিচার গুগল অনুবাদকে ভাষা শিক্ষার জনপ্রিয় অ্যাপ ডুয়োলিংগোর সরাসরি প্রতিযোগী করে তুলছে। ভাষা শেখার অন্যান্য অ্যাপের তুলনায় গুগল ট্রান্সলেট সম্পূর্ণরূপে এআইয়ের ওপর নির্ভর করে ব্যবহারকারীর জন্য পাঠক্রম তৈরি করেছে। অ্যাপে ভাষা শেখার জন্য প্রথমে ‘প্র্যাকটিস’ বাটনে চাপ দিতে হবে। এরপর ব্যবহারকারীকে ভাষা শিক্ষার স্তর নির্বাচন করতে বলা হবে—বেসিক, ইন্টারমিডিয়েট কিংবা অ্যাডভান্সড। পরবর্তী ধাপে ব্যবহারকারীর ভাষা শেখার উদ্দেশ্য জানতে চাওয়া হবে।