আর্কাইভ
লগইন
হোম
অ্যান্ড্রয়েড
হোয়াটসঅ্যাপ স্টোরেজ সমস্যার সমাধান করবে
প্রতিদিন বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। কিন্তু প্রতিদিনের এসব টেক্সট, ভিডিও, ছবি, অডিও স্টোরেজ ভরিয়ে ফেলে। বড় এক বিড়ম্বনার সৃষ্টি হয়। সেই সমস্যার সমাধান খুঁজছে হোয়াটসঅ্যাপ। ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন ফিচার পরীক্ষা করছে। যা ব্যবহারকারীদের প্রতিটি চ্যাট থেকেই সরাসরি স্টোরেজ ম্যানেজ করার সুযোগ দেবে। অর্থাৎ ব্যবহারকারীরা স্টোরেজ আরও সহজ ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। বিশেষ করে পুরনো অ্যান্ড্রয়েড ফোন ও সীমিত স্টোরেজের আইফোন ব্যবহারকারীদের জন্য এই আপডেট।
15 ঘন্টা আগে
গুগল ট্রান্সলেট অ্যাপে এআই ফিচার, শেখা যাবে নতুন কোনো ভাষা
গুগল ট্রান্সলেট অ্যাপে এআই ফিচার, শেখা যাবে নতুন কোনো ভাষা
2025-09-09
গুগল ট্রান্সলেট অ্যাপে যুক্ত হলো নতুন ফিচার। এখন থেকে ট্রান্সলেট অ্যাপ ব্যবহার করে শিখতে পারবেন নতুন কোনো ভাষা। আর এটি সম্ভব হয়েছে- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে। নতুন এই ফিচার গুগল অনুবাদকে ভাষা শিক্ষার জনপ্রিয় অ্যাপ ডুয়োলিংগোর সরাসরি প্রতিযোগী করে তুলছে। ভাষা শেখার অন্যান্য অ্যাপের তুলনায় গুগল ট্রান্সলেট সম্পূর্ণরূপে এআইয়ের ওপর নির্ভর করে ব্যবহারকারীর জন্য পাঠক্রম তৈরি করেছে। অ্যাপে ভাষা শেখার জন্য প্রথমে ‘প্র্যাকটিস’ বাটনে চাপ দিতে হবে। এরপর ব্যবহারকারীকে ভাষা শিক্ষার স্তর নির্বাচন করতে বলা হবে—বেসিক, ইন্টারমিডিয়েট কিংবা অ্যাডভান্সড। পরবর্তী ধাপে ব্যবহারকারীর ভাষা শেখার উদ্দেশ্য জানতে চাওয়া হবে।
গুগল যে দুঃসংবাদ দিল ক্রোম ব্যবহারকারীদের
গুগল যে দুঃসংবাদ দিল ক্রোম ব্যবহারকারীদের
2025-06-30
সারাবিশ্বের মোবাইল ফোন ব্যবহারকারীরা কমবেশি সবাই গুগল ক্রোম ব্যবহার করেন। নিরাপদ সার্চ ব্রাউজিং হিসেবে গুগল ক্রোম জনপ্রিয়। তবে এবার ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ আনল গুগল। গুগল জানিয়েছে, বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে চলবে না গুগল ক্রোম। অর্থাৎ ঐসব ফোনে গুগল ক্রোম ব্যবহার করা যাবে না। সিদ্ধান্তটি আগস্ট থেকে কার্যকর হবে। গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৮ (ওরিও) ও অ্যান্ড্রয়েড ৯ (পাই) এবার বিদায়ের পথে। নতুন করে আর কোনো আপডেট মিলবে না এতে। ন্যূনতম আপডেট পেতে হলেও আপনার ফোনের অপারেটিং সিস্টেম হতে হবে অ্যান্ড্রয়েড ১০। ফলে যারা দীর্ঘদিন ধরে একই ফোন ব্যবহার করছেন, তাদের অনেকেরই ওএস ভার্সন অ্যান্ড্রয়েড ৮ বা ৯।