সাভার সেনা পাবলিক স্কুলে শিক্ষক পদে নিয়োগ
সাভার সেনা পাবলিক স্কুল ও কলেজে ‘সহকারী শিক্ষক’ পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা।
প্রতিষ্ঠানের নাম: সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা
বিষয়ের নাম: বাংলা (ইংরেজি ভার্সন), ইংরেজি (ইংরেজি ভার্সন), গণিত (ইংরেজি ভার্সন), বিজ্ঞান (ইংরেজি ভার্সন), ইসলাম শিক্ষা (ইংরেজি এবং বাংলা ভার্সন), আইসিটি (ইংরেজি ভার্সন), রসায়ন (ইংরেজি ভার্সন), জীববিজ্ঞান(ইংরেজি ভার্সন)