হংকংকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা
বাংলাদেশ এএইচএফ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দারুণ সূচনা করলো। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হংকংকে ৩-০ গোলে হারিয়ে পুল-এ’র শীর্ষে জায়গা করে নিয়েছে যুবারা।
আজ বৃহষ্পতিবার (০৩ জুলাই) চীনের দাঝুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ২০তম মিনিটে ফিল্ড গোল করে স্কোরশিটে নাম লেখান দ্বীন ইসলাম। এরপর তিনি ২৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান। এই তরুণ ফরোয়ার্ড জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ৪৩তম মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন অমিত হাসান। এতে ৩-০ গোলের জয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ।
পুল-এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে হংকং, চীন, শ্রীলঙ্কা ও পাকিস্তান। জয় দিয়ে শুরু করা বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী শনিবার (০৫ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে।