সমুদ্রবন্দরে ৩ নম্বর, নদীবন্দরে ১ নম্বর সংকেত
বর্তমান সাগরে লঘুচাপের কারণে ঝড়ের আশংকা দেখা দিয়েছে। তাই সকল সমুদ্রবন্দরে তোলা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। এছাড়া সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে তোলা হয়েছে ১ নম্বর সংকেত। আজ সোমবার (১৪ জুলাই) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।