পলিটেকনিক শিক্ষার্থীদের হাইকোর্টের সামনে অবস্থান
ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা ক্রাফট ইনস্ট্রাক্টরদের রিটের প্রেক্ষিতে দেয়া রায় বাতিলের দাবিতে হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার (১৮ মে) সকাল থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। দুপুর পর্যন্ত সেখানে তারা অবস্থান করছেন।
কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান গণমাধ্যমকে বলেন, ‘ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায়ের ওপর আপিল শুনানি হচ্ছে। আপিল বিভাগ ইতিমধ্যে রায়টি স্থগিত করেছেন। সেটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন শুনানি হচ্ছে বলে জানতে পেরেছি। চূড়ান্ত রায় জানতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের মানববন্ধন ও অবস্থান।’