আর্কাইভ
লগইন
হোম
চোখ
যে সানগ্লাস চোখের ক্ষতি করে থাকে
তবে সেই সানগ্লাস হতে হবে উন্নতমানের গ্লাসের তৈরি। তাছাড়া সস্তা নিম্নমানের সানগ্লাস ব্যবহার করে চোখের বড় ধরনের ক্ষতিও হতে পারে। কারণ সস্তার সানগ্লাসে ব্যবহার করা হয় ক্ষতিকারক প্লাস্টিক। এই সানগ্লাস ইউ ভি রশ্মি থেকে রক্ষা তো করেই না উলটো চোখের জন্য তা মারাত্মক ক্ষতিকর হিসেবে কাজ করে। চক্ষু বিশেষজ্ঞরা বলেন, কমদামের সানগ্লাস ব্যবহারের ফলে অকালেই চোখে ছানি পড়ার ঝুঁকি থাকে। শুকিয়ে যেতে পারে চোখের কর্নিয়াও। এছাড়া মাথাব্যথা, দৃষ্টিশক্তি কমে চোখের পাওয়ার বেড়ে যেতে পারে। এজন্য চোখের সুরক্ষায় ভালোমানের সানগ্লাস ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞদের। আর দাম দিয়ে কেনা সানগ্লাসটির যত্নও নিতে হবে যত্ন করে। এভাবে-
8 ঘন্টা আগে