আর্কাইভ
লগইন
হোম
অভিযান
কক্সবাজারের টেকনাফে নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার, ৪ পাচারকারী আটক
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ৮ জিম্মিকে উদ্ধার করেছে ব্যাটালিয়ন-২ বিজিবি। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। একই অভিযানে ৪ মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি।  আটকরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়ি এলাকার আফাজ উদ্দিনের মেয়ে আসমা (১৯), আব্দুল মোতালেবের মেয়ে শাবনূর (২০), মৃত আফাজ উদ্দিনের মেয়ে জহুরা (৪৩) এবং সাহারা খাতুন (৬২)। এছাড়া ঐ এলাকার আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দা (৩০) নামের একজনকে পলাতক আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
2 দিন আগে
লুণ্ঠিত সাদা পাথর উদ্ধারে রাতের অন্ধকারে যৌথ বাহিনীর অভিযান
লুণ্ঠিত সাদা পাথর উদ্ধারে রাতের অন্ধকারে যৌথ বাহিনীর অভিযান
2025-08-14
সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের জরুরি বৈঠকের পর লুণ্ঠিত পাথর সাদা পাথরে ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। বৈঠকের ৫ সিদ্ধান্তের একটি ছিল সাদা পাথরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া এবং কোয়ারি এলাকায় সেনাবাহিনীসহ যৌথ বাহিনী মোতায়েন। তারপর বুধবার (১৩ আগস্ট) রাত ৯টায় যৌথ বাহিনী মাঠে নামে এবং রাত ১১টায় সাদা পাথরকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে রাতের অন্ধকারেই শুরু হয়েছে লুট হওয়া পাথর উদ্ধারের অভিযান। অভিযানে ভোলাগঞ্জ আশপাশের এলাকা থেকে উদ্ধার করা সাদা পাথরের স্তূপ। রাতেই সেগুলো যথাস্থানে রাখতে শ্রমিক নিয়ে কাজ শুরু করে যৌথ বাহিনী। এসব সাদা পাথর ফেরত নেওয়া হচ্ছে যথাস্থানে। এক রাতেই ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে, জানান অভিযানিক দলের সংশ্লিষ্টরা।
ইসরাইলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ৬৯ ফিলিস্তিনি
ইসরাইলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ৬৯ ফিলিস্তিনি
2025-08-12
অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৬৯ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ৩৬২ জন। এর মধ্যদিয়ে বিগত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক অভিযানে কমপক্ষে ৬১ হাজার ৪৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ৬৯টি মৃতদেহ, যার মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা একজনও রয়েছে, হাসপাতালে আনা হয়েছে। এছাড়া ৩৬২ জন আহত হয়েছে। যার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা ১,৫৩,৫৭৫ জনে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স টিম পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন।’