আর্কাইভ
লগইন
হোম
স্বৈরাচারবিরোধী আন্দোলন
ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় নামছে মানুষের ঢল
ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণের ঢল নেমেছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন তারা। ময়মনসিংহ ছাড়াও দলীয় প্রধানের এই জনসভায় জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন। দুপুর আড়াইটায় নগরীর সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জেলার বাইরে থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। এদিকে জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই মাঠের সামনের দিকে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। সময়ের সঙ্গে উপস্থিতিও বাড়ছে।
3 ঘন্টা আগে