যেসব লক্ষণে বুঝবেন আপনি হার্ট অ্যাটাকে পড়বেন
আমাদের দেশে হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যে কোনো বয়সী মানুষ যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন। হার্ট অ্যাটাক হলে হৃদযন্ত্রে রক্তের সরবরাহ বা সঞ্চালন বন্ধ হয়ে যায়। হার্ট অ্যাটাকের সবচেয়ে প্রথম লক্ষণ হলো বুকে ব্যথা। তবে সব সময় বুকে ব্যথা হলেই যে হার্ট অ্যাটাক হয়েছে বুঝবেন তা কিন্তু নয়। কিছু কম পরিচিত লক্ষণও আছে, যা তাৎক্ষণিক হার্ট অ্যাটাকের ইঙ্গিত দেয়। তবে বর্তমানে তরুণদেরে মাঝে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে।