আর্কাইভ
লগইন
হোম
পিরোজপুর
বাসের ধাক্কায় সিকিউরিটি গার্ড নিহত, ডিপো ইনচার্জ গ্রেফতার
ঢাকার ডেমরা থানাধীন দেইল্লায় বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে পড়ে এক সিকিউরিটি গার্ড নিহতের ঘটনায় ডিপোর ইনচার্জ ফসিয়ার রহমানকে (৬৪) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৭টায় দেইল্লা এলাকায় অবস্থিত রাজধানী ও অছিম গাড়ির ডিপোতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের ছেলে মো. রাকিব সরদার ডেমরা থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত ফসিয়ার রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মাকরাইল গ্রামের মৃত মোকাদ্দেস শিকদারের ছেলে। তিনি বর্তমানে ডেমরার বামৈল এলাকায় বসবাস করতেন। মামলার অপর আসামি রাজধানী পরিবহনের বাসের হেলপার রানা (৩৮)।
2025-12-18
চতুর্থ স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, জামাই গ্রেফতার
চতুর্থ স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, জামাই গ্রেফতার
2025-07-26
চতুর্থ স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. ওবায়দুল হক ওরফে বাদল খানকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার মো. ওবায়দুল হক ওরফে বাদল খান (৪৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা সদরের ধাওয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ খানের ছেলে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান। এর পূর্বে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন কোমলগঞ্জ বাজার সংলগ্ন নদীপথে অভিযান পরিচালনা করে মো. ওবায়দুল হক ওরফে বাদল খানকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায় চলতি বছরের গত ৫ মে রাত ১০টার দিকে গ্রেফতার মো. ওবায়দুল হক ওরফে বাদল খান তার চতুর্থ স্ত্রী চম্পা বেগম (৩৫) এবং শাশুড়ি বিলকিস ওরফে বিলুকে (৭০) ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।