আর্কাইভ
লগইন
হোম
পিরোজপুর
চতুর্থ স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, জামাই গ্রেফতার
চতুর্থ স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. ওবায়দুল হক ওরফে বাদল খানকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার মো. ওবায়দুল হক ওরফে বাদল খান (৪৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা সদরের ধাওয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ খানের ছেলে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান। এর পূর্বে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন কোমলগঞ্জ বাজার সংলগ্ন নদীপথে অভিযান পরিচালনা করে মো. ওবায়দুল হক ওরফে বাদল খানকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায় চলতি বছরের গত ৫ মে রাত ১০টার দিকে গ্রেফতার মো. ওবায়দুল হক ওরফে বাদল খান তার চতুর্থ স্ত্রী চম্পা বেগম (৩৫) এবং শাশুড়ি বিলকিস ওরফে বিলুকে (৭০) ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
19 ঘন্টা আগে