পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো ভারত
কাশ্মীর হামলার জেরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত। গতকাল বুধবার (৩০ এপ্রিল) এক সরকারি নোটিশে জানানো হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নিরাপত্তাজনিত কারণে নেওয়া হয়েছে। গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের দাবি—এই হামলার পেছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদদ রয়েছে। ঐ হামলায় বেশ কয়েকজন বিদেশি পর্যটক আহত হন।