আর্কাইভ
লগইন
হোম
আমির
উত্তরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গত শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অবস্থিত একটি আবাসিক ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে জামায়াত আমীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখেন এবং হতাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর ধৈর্যধারণের তৌফিক এবং নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য বিশেষ দোয়া করেন। এ সময় ডা. শফিকুর রহমান সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
2 দিন আগে
বিশ্বব্যাংক প্রতিনিধিদের বৈঠক সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
বিশ্বব্যাংক প্রতিনিধিদের বৈঠক সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
2025-11-19
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংক প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে বিশ্বব্যাংকের ঢাকার আঞ্চলিক অফিসের পরিচালক মি. জঁ ডেনিস পেসমের নেতৃত্বে প্রতিষ্ঠানের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মিস মেহরিন এ মাহবুব ও অপারেশন ম্যানেজার এম এস গায়েল মার্টিন বৈঠকে অংশ নেন। জামায়াত আমিরের সঙ্গে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান ও সাবেক সিনিয়র সচিব মুহাম্মাদ সফিউল্লাহ এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
পল্টন মোড়ে জামায়াতসহ ৮ দলের সমাবেশ শুরু
পল্টন মোড়ে জামায়াতসহ ৮ দলের সমাবেশ শুরু
2025-11-11
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ঐ আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করাসহ ৫ দাবিতে আন্দোলনরত ৮ দলের সমাবেশ শুরু হয়েছে। দলগুলোর শত শত নেতাকর্মী এ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ করছেন তারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে সমাবেশটি শুরু হয়। এর আগে শুরু হয় ৩টি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরির কাজ। যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা ৮টি রাজনৈতিক দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।
কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কণ্ঠ রেকর্ড আছে: ড. তাহের
কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কণ্ঠ রেকর্ড আছে: ড. তাহের
2025-10-14
অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে ‘নীলনকশার নির্বাচন’ করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতের নায়েবে আমির দাবি করেছেন, ষড়যন্ত্রে লিপ্ত ঐসব উপদেষ্টার নাম, এমনকি ষড়যন্ত্রমূলক বক্তব্যের কণ্ঠ রেকর্ডও তাদের কাছে রয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি অন্তর্বর্তী সরকারকে এই ষড়যন্ত্র বন্ধের হুঁশিয়ারি দেন। জামায়াত নেতা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে, এটাকে বন্ধ করুন। নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন।’