ইবতেদায়ি শিক্ষকদের ‘ভুখা মিছিলে’ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড
জাতীয় প্রেস ক্লাব থেকে পাঁচ দাবিতে সচিবালয় অভিমুখে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ভুখা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
আজ বুধবার (২৯ অক্টোবর) বেলা ২টা ১০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যনারে ভুখা মিছিল বের করা হলে তাদের বাধা দেওয়া হয়। শিক্ষকরা সচিবালয়ের সামনে চলে এলে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এসময় জলকামানও ছোড়া হয়।
আন্দোলনকারীরা দাবি করেন- পুলিশ তাদের লক্ষ্য করে ৭টি সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে। এসময় আহত শিক্ষকদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অনুরোধ জানান।