নতুন প্রজন্মের জন্য অভিনেতা প্রবীর মিত্রের নামে ওয়েবসাইট
এই বছরের ০৫ জানুয়ারি না-ফেরার দেশে চলে গেছেন বাংলা সিনেমার নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অনেক কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন। তার সম্পর্কে যেন নতুন প্রজন্ম জানতে পারে, সে জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে।
‘অ্যাক্টর প্রবীর মিত্র’ নামের এ ওয়েবসাইটে তাঁর জন্ম, বেড়ে ওঠা থেকে শুরু করে ক্যারিয়ারের নানা বিষয় উল্লেখ রয়েছে। আছে অদেখা অনেক স্থিরচিত্র।