মহাখালীর অগ্নিকাণ্ডে দগ্ধ মীর হোসেনের ৪৫ শতাংশ পুড়ে গেছে, অবস্থা আশঙ্কাজনক
ঢাকার মহাখালী রেলগেইট সংলগ্ন ইউরেকা পেট্রোলপাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মীর হোসেন (৫৫) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার (১৭ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে দগ্ধ অবস্থায় মীর হোসেনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান।
তিনি বলেন, ‘মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় মীর হোসেন নামে একজন দগ্ধ হয়ে জরুরি বিভাগে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে’।