সাবিলা নূর বললেন ‘হৃদয়বিদারক’, ‘কঠোরতম শাস্তি’ চান জয়া আহসান
আমাদের দেশের শোবিজের অনেক তারকার মধ্যেই অসাধারণ প্রাণী প্রেম রয়েছে। শুধু পোষা প্রাণী নয়, পথেঘাটের অসহায় প্রাণীদের প্রতিও তাদের টান গভীর। এসব প্রাণীর নির্যাতনের ঘটনা দেখলে সামাজিকমাধ্যমে আওয়াজ তোলেন তারা।
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাতে সদ্যোজাত ৮টি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা। সাধারণ মানুষের মতো এই ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সাবিলা নূর, জয়া আহসানরা।