আর্কাইভ
লগইন
হোম
রোমান্টিক থ্রিলার ধারাবাহিক
এবার বাংলায় দেখা যাবে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’
বাংলাদেশের দর্শকের কাছে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ধারাবাহিকের। তারই ধারাবাহিকতায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে শুক্রবার (০১ আগস্ট) থেকে প্রচার শুরু হবে পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় রোমান্টিক থ্রিল তার্কিশ ধারাবাহিক ‘মোস্তফা’। গল্পে দেখা যাবে, মোস্তফা একজন নীতিবান পুলিশ অফিসার। এই পৃথিবীতে সবচেয়ে বেশি তিনি ভালোবাসেন তার ছেলেকে। একদিন চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি একটি ফাঁদে পরে যান। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় একটি মিথ্যা মামলায়, যা তিনি করেননি। এরপর তিনি এক বছরের জন্য বন্দি থাকেন এবং এ কারণে মোস্তফার শ্বশুর তার ছেলেকে নিয়ে যায়। এক পর্যায়ে মোস্তফা তার ছেলের হেফাজত এবং তার চাকরি ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন।
1 দিন আগে