আর্কাইভ
লগইন
হোম
কিং খান
‘কিং’ সিনেমা মুক্তির পূর্বেই ফাঁস শাহরুখ খানের অ্যাকশন দৃশ্য
বলিউড কিং শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’–এর সেট থেকে তার নতুন একটি লুক ফাঁস হয়েছে। ছবিটিতে নায়ককে হাতে বন্দুক নিয়ে অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুত হতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, শাহরুখ একটি ডকের কাছে কালো স্যুট ও ডার্ক সানগ্লাস পরে দাঁড়িয়ে আছেন। তার বাঁ হাতে ধরা একটি বন্দুক, যা দিয়ে তিনি কাউকে লক্ষ্য করছেন; যেই দৃশ্য ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অনেকেই বলছেন, তার এই লুকটি ‘ডন’ সিনেমার কথা মনে করিয়ে দিচ্ছে।
2025-09-30