ধর্ষণের মামলার পর নারীকে বিয়ের প্রস্তাব ধর্ষকের
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোজাহিদুল ইসলাম রুমি নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ভিকটিম ঐ নারী থানায় মামলা দায়ের করেন।
এই ঘটনায় গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ভিকটিম ঐ নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত মোজাহিদুল ইসলাম রুমি শহরের কলাহাট এলাকার মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি উপজেলার খয়েরতলা এলাকার বাসিন্দা।