আর্কাইভ
লগইন
হোম
হামলা
সিডনি সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়: অস্ট্রেলিয়া পুলিশ
সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের পুলিশই এই তথ্য জানিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, দুই হামলাকারীর মধ্যে যিনি নিহত হয়েছেন- তিনি ভারতের হায়দরাবাদ শহর থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তবে তার ‘উগ্রবাদী চিন্তাধারা’ সম্পর্কে জানে না ভারতে থাকা পরিবার। হামলাকারী ভারতীয় ঐ ব্যক্তির নাম সাজিদ আকরাম (৫০)। বন্ডাই সৈকতে হামলায় তার সঙ্গে অংশ নেন তার ছেলে নাভিদ আকরাম। ঐ হামলায় এখন পর্যন্ত সাজিদসহ ১৬ জন নিহত হয়েছেন। একে অস্ট্রেলিয়ার প্রায় ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা বলা হচ্ছে। হামলার পর ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্ত শুরু করা হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলের তেলেঙ্গানা রাজ্য পুলিশ এক বিবৃতিতে বলেছে, হায়দরাবাদে বাণিজ্য নিয়ে পড়াশোনা করেছিলেন সাজিদ আকরাম। তিনি কাজের সন্ধানে ১৯৯৮ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় যান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্পত্তি–সংক্রান্ত বিষয় এবং মা–বাবার সঙ্গে দেখা করতে ৬ বার অস্ট্রেলিয়া থেকে ভারতে গিয়েছিলেন সাজিদ।
2025-12-17
যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জায় হামলা, নিহত ৪
যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জায় হামলা, নিহত ৪
2025-09-29
যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর বিবিসির। পুলিশ বলছে, বন্দুকধারী গাড়ি চালিয়ে ঐ গির্জায় ঢুকে পড়েন। তিনি সেখানে ভবনে আগুন ধরিয়ে দেন এবং গুলি চালানো শুরু করেন। কর্মকর্তারা জানান, ডেট্রয়েট থেকে প্রায় ৬০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টসে গতকাল রোববারের প্রার্থনার সময় হামলার ঘটনা ঘটে। প্রার্থনায় সাধারণত শত শত মানুষ অংশ নিয়ে থাকেন। সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তিনি বার্টন শহরের ৪০ বছর বয়সী থমাস জ্যাকব স্যানফোর্ড।
‘জুলাই সন্ত্রাসী’ স্লোগান দিয়ে আখতারের ওপর হামলা করে: মির্জা গালিব
‘জুলাই সন্ত্রাসী’ স্লোগান দিয়ে আখতারের ওপর হামলা করে: মির্জা গালিব
2025-09-23
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘জুলাই সন্ত্রাসী’ স্লোগান দিয়ে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা করা হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার রাত দেড়টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর দলটির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং গালিগালাজ করা হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন এনসিপির নেতারা। অন্যদিকে, আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইভাবে ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।