চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় মো. আকবর (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার (০৭ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর হালিশহর থানার মাইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. আকবর মাইজপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তার স্ত্রী ও ৩ সন্তান আছে। তিনি স্ক্র্যাপের দোকানে চাকরি করতেন বলে জানা গেছে।
নিহতের বড় বোন জোসনা বেগম বলেন, আমার ভাই স্ক্র্যাপের দোকানে চাকরির পাশাপাশি এলাকায় একটি ক্ষুদ্র সমবায় সমিতি পরিচালনা করতেন। সেখানে এলাকার লোকজন টাকা জমা রাখতেন, আবার ক্ষুদ্রঋণও দেওয়া হতো।