আর্কাইভ
লগইন
হোম
হত্যা
কুমিল্লার বুড়িচংয়ে সন্তানের সামনে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা
নেশা করার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার জজু সর্দারের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পর গত বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকালে বুড়িচং থানায় স্বামী ও শ্বশুরকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান। নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪)। তিনি পূর্ণমতির পূর্বপাড়ার জজু সর্দারের বাড়ির মৃত তাজুল ইসলামের মেয়ে ও বাউল শিল্পী ইমন সরকারের বোন।
4 দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা
2025-12-08
রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন। জানা যায়, আজ সোমবার (০৮ ডিসেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের একটি বাসার ৭তলায় যায়। পুলিশ কমিশনার জানান, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা কাজ করছি।