সামনে সালমান খানের দুঃসময়, ছুটবেন শাহরুখ খান!
আসন্ন ২০২৬ সালটি নাকি বলিউড ভাইজান সালমান খানের সময়টি ভালো যাবে না। স্বাস্থ্য ও সিনেমায় বড় ধাক্কার সম্ভাবনা, অন্যদিকে ভাগ্য খুলবে শাহরুখ খানের।
বলিউডের এই দুই নায়ক সম্পর্কে একটি নতুন জ্যোতিষশাস্ত্র-ভিত্তিক ভবিষ্যদ্বাণী সামাজিকমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। জ্যোতিষী সুশীল কুমার সিঙের একটি পডকাস্টের ভিডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়ার পরই এই আলোচনা শুরু হয়েছে।
ঐ পডকাস্টে জ্যোতিষি দাবি করেছেন, ২০২৬ সাল এই দুই অভিনেতার জন্য একেবারে বিপরীত ভাগ্য বয়ে আনবে। শাহরুখ খান পেশাগতভাবে আরও সাফল্য পাবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সালমান গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন। শরীর-স্বাস্থ্য আরও ভেঙে যাবে,সিনেমাতেও মিলবে না কোনও সাফল্য! সঙ্গে বহুদিন ধরেই বাইরের শত্রুদের প্রাণে মারার হুমকি তাকে দুঃশ্চিন্তায় রেখেছে।