আর্কাইভ
লগইন
হোম
সিনেমা
শাহরুখের জন্মদিনেই এলো প্রথম ঝলক, ‘কিং’ সিনেমার টিজার প্রকাশ
বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ রোববার (০২ নভেম্বর)। আজ ৬০ বছরে পা রাখলেন এই মেগাস্টার। সকাল থেকেই ভক্তরা অধীর অপেক্ষা ছিল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের জন্য। অবশেষে মুক্তি পেল সেই টিজার। প্রথমবার বহুল আলোচিত সিনেমার এক ঝলক এলো প্রকাশ্যে। যেমন ভাবা, এই টিজার তেমনই- যেন শাহরুখময়। অ্যাকশনের জৌলুসে যথারীতি চমকে দিয়েছেন কিং খান। শাহরুখকে এমন ঝকঝকে স্মার্ট লুকে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। সাম্প্রতিক বলিউড সিনেমায় দক্ষিণী ধাঁচের অ্যাকশন ও থ্রিল দারুণ ভাবে মিশতে দেখা যাচ্ছে। সেই চলতি ট্রেন্ড মাথায় রেখেই শাহরুখকেও কিছুটা ‘জাওয়ান’-এর মতোই দেখতে লাগছে এখানে। তবে সম্ভবত সিনেমায় ভায়োলেন্সের পরিমাণ অনেকটাই বেশি থাকবে। রক্তস্নাত শাহরুখকে দেখে মুগ্ধ নেটিজেনরা।
5 দিন আগে
কলকাতায় একসঙ্গে চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ
কলকাতায় একসঙ্গে চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ
2025-10-26
ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে একসঙ্গে দেখা গেল কলকাতায়। টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে তারা উপস্থিত ছিলেন ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে।  বর্তমানে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ সিনেমার শুটিং করছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে তাসনিয়া ফারিণও রয়েছেন নতুন একটি প্রজেক্টের প্রস্তুতিতে। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয়েছিল তার। এরই মধ্যে দুইজনের কলকাতায় একসঙ্গে উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয় নানা জল্পনা-কল্পনা। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার কারণ জানতে চাইলে হাসিমুখে চঞ্চল চৌধুরী বলেন, আসলে পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে। সেও জানতো না আমি এসেছি। তিনি বলেন, আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল- বেশ মজার এক কাকতালীয় ঘটনা।
নির্মাতা রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান!
নির্মাতা রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান!
2025-10-25
দেশের শোবিজে কান পাতলেই শোনা যেত, নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে প্রেম করছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি খবর ছড়ায় তাদের প্রেম ভেঙে গেছে! তবে এবার সাদিয়া আয়মান কার্যত স্বীকারই করেছেন প্রেমের সম্পর্কের বিষয়টি। দেশের একটি গণমাধ্যমের ভিডিও স্ট্রিমিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। উপস্থাপিকা মৌসুমী মৌ একটি চিরকুট ধরিয়ে দেন সাদিয়া আয়মানের হাতে। সেই চিরকুটে লেখা ছিল, প্রেম বিষয়ক প্রশ্নটা। এতে বলা হয়, রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন সত্য নাকি মিথ্যা? এর উত্তরে সাদিয়া আয়মান বলেন, যে গুজব রটে, সেটা কিছুটা হলেও তো সত্য বটে। গণমাধ্যমের ভিডিওর টাইটেলও অবশ্য ছিল, রেদওয়ান রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান।