আর্কাইভ
লগইন
হোম
সিনেমা
শুটিংয়ে আহত হন চিত্রনায়ক আরিফিন শুভ
অনেকটাই চুপিসারে ঢাকার বাইরে চলছে চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ‘মালিক’ সিনেমার শুটিং চলছে। বিষয়টি পুরো ইউনিট গোপন রাখতে চাইলেও তা পুরোপুরি সম্ভব হয়নি। ইতোমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে শুটিংয়ের কয়েকটি দৃশ্য। এরমধ্যেই জানা গেল, শুটিং করতে গিয়ে আহত হয়েছেন আরিফিন শুভ। একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় তার শরীরে আগুন লাগে। সিনেমার মতোই এই দুর্ঘটনা নিয়েও চুপ রয়েছেন সিনেমার সঙ্গে যুক্তরা। তবে শুটিং ইউনিটের কয়েকটি সূত্র জানায়, অ্যাকশন দৃশ্যটিতে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবকিছু ঠিকভাবেই প্রস্তুত ছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই নিয়ন্ত্রণ হারিয়ে আগুন হঠাৎ করে শুভর পায়ে ধরে যায়। কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা আরও উঁচু হতে থাকে। সূত্রগুলো আরও জানায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় মাটিতে পড়ে যান তিনি। তখন ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুন নেভালেও তার পায়ে দগ্ধচিহ্ন পড়ে।
20 ঘন্টা আগে
সামনে সালমান খানের দুঃসময়, ছুটবেন শাহরুখ খান!
সামনে সালমান খানের দুঃসময়, ছুটবেন শাহরুখ খান!
2025-11-20
আসন্ন ২০২৬ সালটি নাকি বলিউড ভাইজান সালমান খানের সময়টি ভালো যাবে না। স্বাস্থ্য ও সিনেমায় বড় ধাক্কার সম্ভাবনা, অন্যদিকে ভাগ্য খুলবে শাহরুখ খানের। বলিউডের এই দুই নায়ক সম্পর্কে একটি নতুন জ্যোতিষশাস্ত্র-ভিত্তিক ভবিষ্যদ্বাণী সামাজিকমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। জ্যোতিষী সুশীল কুমার সিঙের একটি পডকাস্টের ভিডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়ার পরই এই আলোচনা শুরু হয়েছে। ঐ পডকাস্টে জ্যোতিষি দাবি করেছেন, ২০২৬ সাল এই দুই অভিনেতার জন্য একেবারে বিপরীত ভাগ্য বয়ে আনবে। শাহরুখ খান পেশাগতভাবে আরও সাফল্য পাবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সালমান গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন। শরীর-স্বাস্থ্য আরও ভেঙে যাবে,সিনেমাতেও মিলবে না কোনও সাফল্য! সঙ্গে বহুদিন ধরেই বাইরের শত্রুদের প্রাণে মারার হুমকি তাকে দুঃশ্চিন্তায় রেখেছে।