আর্কাইভ
লগইন
হোম
সিইসি
আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
6 দিন আগে
অন্তর্বর্তী সরকারের ৩১ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ইসি
অন্তর্বর্তী সরকারের ৩১ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ইসি
2025-10-30
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ৩১টি মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় এ বৈঠক শুরু হয়। এর পূর্বে গত রোববার (২৬ অক্টোবর) সরকারের ৩১ মন্ত্রণালয় বা বিভাগকে চিঠি পাঠায় ইসি। ঐ চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এতে অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়।
ম্যাজিস্ট্রেটদের যেসব নির্দেশ দিলেন প্রধান নির্বাচন কমিশনার
ম্যাজিস্ট্রেটদের যেসব নির্দেশ দিলেন প্রধান নির্বাচন কমিশনার
2025-10-22
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন। আজ বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো চাপের কাছে মাথা নত করবে না নির্বাচন কমিশন। আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন। বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না। ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না।’ তিনি আরও বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দূরাবস্থা। এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। ’ এই সময় তিনি যেকোনো ক্রাইসিস ট্যাকেল করার মানসিকতা থাকার পরামর্শ দেন।