আর্কাইভ
লগইন
হোম
সাকিব আল হাসান
‘মোস্তাফিজের মতো বোলার বিশ্বে আর নেই’: মোহাম্মদ আশরাফুল
মোস্তাফিজের পুরো মৌসুমে খেলা নিয়ে যদিও সংশয় রয়েছে। সেসময় বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে। সেজন্য পুরো আইপিএলে খেলা হবে না তার। ২৬ মার্চ শুরু হবে আইপিএল। বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, আইপিএলে আরও বেশি বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আরও অনেক ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত। তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের মতো ক্রিকেটাররা সুযোগ পেলে তাদের মান আরও বাড়বে। মোস্তাফিজের সর্বোচ্চ টাকায় বিক্রি হওয়াটা গর্বের বিষয়।’
2025-12-18
সাকিব আবার ব্যর্থ সিপিএলে, হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস
সাকিব আবার ব্যর্থ সিপিএলে, হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস
2025-08-23
ব্যাট-বল হাতে আবারও হতাশ করলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। গতকাল শনিবার (২৩ আগস্ট) অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়েছে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা নির্ধারিত ২০ ওভারে তোলে ২১১ রান। জবাবে ব্যাট হাতে নেমে ফ্যালকনস গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে। ফলে সাকিবদের দল হেরে বসে ৮৩ রানের ব্যবধানে। সাকিব বল হাতে পান মাত্র ২ ওভারের সুযোগ, খরচ করেন ১৬ রান, তবে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে নামেন ৫ নম্বরে, খেলেন ৭ বলে ৮ রানের ইনিংস। শেষ পর্যন্ত ইমরান তাহিরের বলে স্টাম্পিং হয়ে ফেরেন সাজঘরে। এবারের সিপিএলে চার ম্যাচে সাকিবের রান মাত্র ৩৯ এবং বল হাতে এখন পর্যন্ত একটি উইকেট। টুর্নামেন্ট জুড়েই যেন অফফর্মের মধ্যে ঘুরপাক খাচ্ছেন তিনি।
সাকিবদের বিদায় দিয়ে ফাইনালে যাদের পেল রংপুর রাইডার্স
সাকিবদের বিদায় দিয়ে ফাইনালে যাদের পেল রংপুর রাইডার্স
2025-07-17
লিগ পর্বে আরও একটি ম্যাচ বাকি আছে। তার আগেই রংপুর রাইডার্স নিশ্চিত করে বসেছে গ্লোবাল সুপার লিগের ফাইনাল। গতকাল বুধবার (১৬ জুলাই) সাকিব আল হাসানদের দল দুবাই ক্যাপিটালসকে বিদায় করে দেন রংপুর রাইডার্স। তাতেই নিশ্চিত হয় টানা দ্বিতীয়বার শিরোপার মঞ্চে ওঠার সুযোগ। গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে রাইডার্সরা ৫ উইকেটে জমা করে ১৫৮ রান। লক্ষ্য তাড়ায় ম্যাচটি জমিয়ে নেয় দুবাই। তবে শেষ হাসি হাসে নুরুলদের দল। দিনের অন্য খেলায় হোবার্ট হ্যারিকেন্সকে বিদায় করে ফাইনালে ওঠে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স। আগামিকাল শুক্রবার (১৮ জুলাই) শিরোপা ফয়সালার ম্যাচ। তার আগে আজ রাতে সেন্ট্রাল ডিস্ট্রিকের বিপক্ষে নামবে সোহানরা। গতকাল ফাইনাল নিশ্চিতের পর দলের অধিনায়ক সোহান উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সতীর্থদের, ‘এটা আমাদের জন্য খুশির দিন। ফাইনালে উঠলে অবশ্যই বাড়তি প্রেরণা পাবেন। যেটা আগেও বলেছি, রংপুর এমন একটি দল যেটা সবদিক কাভার করেছে। উপর থেকে মাঝ পর্যন্ত, মাঝ থেকে নিচ পর্যন্ত, এমনকি বোলিংয়েও আমাদের দলে অনেক বৈচিত্র্য আছে।’