আর্কাইভ
লগইন
হোম
সাকিব আল হাসান
টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের রেকর্ড ভাঙলেন মোহাম্মদ আমির
আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিপিএলের ম্যাচে সিলেট টাইটান্স ঢাকা ক্যাপিটালসকে মাত্র ৬ রানে হারিয়েছে। এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন মোহাম্মদ আমির। স্পেলে তিনি একটি মেইডেন ওভারও করলেন, যা তাকে টি-টোয়েন্টিতে একটি নতুন রেকর্ড এনে দিল। সিলেটের হয়ে ইনিংসের শুরুতেই বল করা আমির নতুন বলের আস্থার প্রতিদান দিলেন। তার প্রথম ওভারে ঢাকার ওপেনাররা—সাইফ হাসান ও জোবায়েদ আকবারি—কোনো রান করতে পারেননি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি আমিরের ২৮তম মেইডেন ওভার। এখন পর্যন্ত এই ফরম্যাটে আমিরের চেয়ে বেশি মেইডেন করেছে কেবল ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন, যিনি ৩৩টি মেইডেন ওভার করেছেন।
2026-01-01
সাকিবের রেকর্ড ভেঙে মাহমুদউল্লাহর রেকর্ড ছুঁলেন লিটন দাস
সাকিবের রেকর্ড ভেঙে মাহমুদউল্লাহর রেকর্ড ছুঁলেন লিটন দাস
2025-09-04
নেদারল্যান্ডস সিরিজ শেষ হয়েছে। এই সিরিজটা বেশ ভালো কেটেছে বাংলাদেশের। তবে সবচেয়ে বেশি ভালো কেটেছে লিটন দাসের। তার ব্যাট হাতে পারফর্ম্যান্সই বাংলাদেশকে দিয়েছে জয়ের টনিক। তাই সিরিজ জেতার পর সেরা খেলোয়াড়ের পুরস্কারটা গেল তার হাতে। তবে লিটন দাস এই সিরিজে যেমন খেলেছেন, তাতে তিনি ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ডও। তিনি ভেঙে দিয়েছেন সাকিব আল হাসানের রেকর্ড। এরপর তিনি ছুঁয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের আরও এক রেকর্ডও। অথচ আগের সিরিজেই ব্যাট হাসছিল না তার। এশিয়া কাপের আগে যা শঙ্কাও সৃষ্টি করেছিল। তবে তা এখন অতীত। তিন ম্যাচে ১৪৫ রান নিয়ে তিনি বনে গেছেন সিরিজ সেরা।
সাকিব আবার ব্যর্থ সিপিএলে, হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস
সাকিব আবার ব্যর্থ সিপিএলে, হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস
2025-08-23
ব্যাট-বল হাতে আবারও হতাশ করলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। গতকাল শনিবার (২৩ আগস্ট) অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়েছে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা নির্ধারিত ২০ ওভারে তোলে ২১১ রান। জবাবে ব্যাট হাতে নেমে ফ্যালকনস গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে। ফলে সাকিবদের দল হেরে বসে ৮৩ রানের ব্যবধানে। সাকিব বল হাতে পান মাত্র ২ ওভারের সুযোগ, খরচ করেন ১৬ রান, তবে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে নামেন ৫ নম্বরে, খেলেন ৭ বলে ৮ রানের ইনিংস। শেষ পর্যন্ত ইমরান তাহিরের বলে স্টাম্পিং হয়ে ফেরেন সাজঘরে। এবারের সিপিএলে চার ম্যাচে সাকিবের রান মাত্র ৩৯ এবং বল হাতে এখন পর্যন্ত একটি উইকেট। টুর্নামেন্ট জুড়েই যেন অফফর্মের মধ্যে ঘুরপাক খাচ্ছেন তিনি।