আর্কাইভ
লগইন
হোম
শ্রীলংকা
১ ওভারে ৫ উইকেট: বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ান পেসার
এবার ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক নতুন কীর্তি গড়েছেন। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে তিনি এক ওভারে ৫ উইকেট নিয়েছেন, যা কোনো পুরুষ বা নারী ক্রিকেটারের দ্বারা আন্তর্জাতিক পর্যায়ে প্রথমবারের মতো ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বালিতে সিরিজের প্রথম ম্যাচে কম্বোডিয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করছিল। ১৫ ওভারের পর তাদের সংগ্রহ ছিল ১০৬ রান, হাতে ৫ উইকেট। ১৬তম ওভারে প্রিয়ান্দানা বল করতে নামার পর প্রথম ৩ বলে ৩টি উইকেট নেন এবং হ্যাটট্রিক সম্পন্ন করেন। পরবর্তী দুই বলেও তিনি উইকেট নেন, মাত্র ১ রান খরচ করে ওভারটি শেষ করেন। এই অসাধারণ বোলিংয়ে ইন্দোনেশিয়ার জয় নিশ্চিত হয় ৬০ রানে। বল হাতে ইতিহাস গড়ার আগে প্রিয়ান্দানা ব্যাট করেও অবদান রাখেন। ওপেনিংয়ে নেমে ১১ বলে ৬ রান করেন। তবে দলের ইনিংসের মূল নায়ক ছিলেন উইকেটকিপার-ব্যাটার ধর্ম কুসুমা, যিনি ৬৮ বলে ১১০* রানের দারুণ ইনিংস খেলেন।
1 দিন আগে
ওয়াসিম আকরামের সঙ্গে যোগাযোগ করবে বিসিবি: বুলবুল
ওয়াসিম আকরামের সঙ্গে যোগাযোগ করবে বিসিবি: বুলবুল
2025-10-25
বিশ্ব ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজর কাড়লেন। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি এই তারকা। বিষয়টি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কানে পৌঁছানোর পর তিনি জানিয়েছেন, সুবিধা হলে ওয়াসিম আকরামের সঙ্গে যোগাযোগ করবে বিসিবি। পাকিস্তানের হয়ে ১০৪ টেস্টে ৪১৪ ও ৩৫৬ ওয়ানডেতে ৫০২ উইকেট নিয়ে ইতিহাসের অন্যতম সফল পেসার ওয়াসিম আকরাম। অবিশ্বাস্য রিভার্স সুইং, নিখুঁত ইয়র্কার আর ধারাবাহিক গতি সব মিলিয়ে ‘সুলতান অব সুইং’ উপাধি পেয়েছিলেন তিনি।
শ্রীলঙ্কায় প্রবেশের পূর্বে ইটিএ গ্রহণের বাধ্যবাধকতা থাকছে না
শ্রীলঙ্কায় প্রবেশের পূর্বে ইটিএ গ্রহণের বাধ্যবাধকতা থাকছে না
2025-10-19
বাংলাদেশসহ সব বিদেশি নাগরিকদের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) গ্রহণ করার বাধ্যবাধকতা তুলে দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের সব ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরকে এক চিঠিতে বিষয়টি জানিয়েছে শ্রীলংকার ইমিগ্রেশন বিভাগ। চলতি বছরের অক্টোবরের শুরুতে এই বাধ্যবাধকতা আরোপ করেছিল তারা। গত ১৫ অক্টোবর (বুধবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা জানানো হয়। তবে ১৭ তারিখ এই সিদ্ধান্ত তুলে নেয় তারা। যার ফলে বাংলাদেশিরা সরাসরি শ্রীলংকার বিমানবন্দর থেকে অন-অ্যারাইভাল ভিসা নিয়ে শ্রীলঙ্কা যেতে পারবেন।